ইনসাইড বাংলাদেশ

অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2018


Thumbnail

প্রায় ৭০ বছরের দীর্ঘ কর্মজীবন থেকে অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার জাতীয় জাদুঘরে সুহেলী বিলকিস জালালের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আজকে যে বই দুটির মোড়ক উম্মোচন হতে যাচ্ছে, লেখক এ বইগুলো আমাকে অনেক আগেই দিয়েছেন। কিন্তু এই বই দুটির অনেক কিছুই আমি পড়তে পারিনি। তবে বই দুটির কিছু অংশ পড়েছি। বর্তমানে আমি একটু ব্যস্ত সময় পার করছি। একটা লম্বা কর্মজীবন থেকে অবসরে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। এজন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমার কর্মজীবনের সময়কাল ৭০ বছরের কিছু কম।’

আজকের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বই দুটির মোড়ক উন্মোচন করেন, তা হলো ‘রমনার দেবীমূল হতে’ এবং ‘ফর্ম দ্য সিটাডেল অ্যাট রমনা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কবি কাজী রোজী এমপি, প্রাবন্ধিক ও লেখক ইনাম আহমেদ চৌধুরী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ আরও অনেকে।  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭