ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি নেতা হত্যার সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/11/2018


Thumbnail

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপি নেতা অপহরণ এবং হত্যার সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।’ সম্প্রতি গুম ও খুনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ঠ গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।  

আজ শনিবার দুপুরে ঢাকা-১২ আসনের ২৭ নং ওয়ার্ড যুবলীগের সঙ্গে একটি মতবিনিময় সভার শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যার ঘটনার তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইন শৃঙ্খলাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে এই হত্যা কাণ্ডের সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।’

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা আবু বকর আবু যশোরের একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ২১ নভেম্বর রাতে তার স্বজনরা মিটফোর্ড হাসপাতালের মর্গে লাশ দেখে তাকে শনাক্ত করেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭