ইনসাইড পলিটিক্স

সমঝোতার আগেই তালিকা প্রকাশ করছে মহাজোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2018


Thumbnail

অনেকগুলো বিতর্ক অমীমাংসিত রেখেই আজ রোববার মহাজোটের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করা হবে। মহাজোট সূত্র জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিছু কিছু আসনের প্রার্থিতা এখনও মীমাংসা হয়নি। মহাজোটের মূল দল আওয়ামী লীগের দর কষাকষি শেষ হয়নি মহাজোটে নিজেদের প্রধান শরিক জাতীয় পার্টির সঙ্গেও। তারপরও মহাজোট আর কালবিলম্ব না করে আসন চূড়ান্ত করা সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহাজোটের অন্যতম নেতা ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা এখন প্রার্থির তালিকা ঘোষণা করলেও তা ৮ ডিসেম্বরের আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে। এ সময়ের মধ্যেও আমাদের আলাপ-আলোচনা অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, আওয়ামী লীগ জাতীয় পার্টির জন্য ৩১টি আসন এবং অন্যান্য শরিকদের জন্য আরও ৩০টি আসনে ছেড়ে দিয়ে মোট ৬১টি আসনে ছাড় দিয়ে মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারে। তবে তালিকার কিছু কিছু আসন আজ প্রকাশ নাও হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭