ইনসাইড সাইন্স

আজব হেলমেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/11/2018


Thumbnail

রাতের বেলা সাইকেল চালানো বিপজ্জনকই বটে। তার ওপর লাইট সঙ্গে না থাকলে তো আরো বিপদ। বাণিজ্যের ছাত্র ইউ ওয়েন ডিং এই সমস্যার কথা মাথায় রেখেই আবিষ্কার করেছিলেন অত্যাধুনিক এক হেলমেট। এই হেলমেটের সঙ্গে তিনি এলইডি লাইট সংযুক্ত করেছেন। পাশাপাশি এমন কিছু প্রযুক্তির সংযোগ ঘটিয়েছেন যা সাইক্লিস্টকে পথ দেখানোর পাশাপাশি তাকে সাইকেল চালাতেও সাহায্য করবে।

লুমোস কিকস্টার্ট নামের হেলমেটটি আরোহীর অ্যাপল ওয়াচের সঙ্গে সংযুক্ত করা যায়। এছাড়া সাইকেলের হ্যান্ডেলের সঙ্গে সংযুক্ত রিমোটের সাহায্যেও হেলমেটের লাইট নিয়ন্ত্রণ করা যায়। রাতের অন্ধকারে ডানে-বামে বাঁক নিতে এই হেলমেট বিশেষ কার্যকরী।

২০১৭ সালে লুমোস কিকস্টার্ট হেলমেট প্রথম বাজারে ছাড়া হয়। পণ্যটির দাম ১৮০ ডলার।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭