ইনসাইড পলিটিক্স

‘সিইসি এখন আওয়ামী লীগের পক্ষভূক্ত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/11/2018


Thumbnail

সিইসি কে এম নুরুল হুদার প্রধান নির্বাচন কমিশনার পদে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এখন আওয়ামী লীগের পক্ষভূক্ত হয়েছেন। কাজেই প্রধান নির্বাচন কমিশনার পদে থাকার তাঁর আর কোনো অধিকার নেই। যেহেতু নির্বাচনে তাঁর একজন আত্মীয় অংশগ্রহণ করছে তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হয়েছে। এই অবস্থায় নুরুল হুদার সিইসি পদে থাকা সংবিধানের লঙ্ঘন, আইনের লঙ্ঘন।‘

ড. কামাল হোসেন বাংলা ইনসাইডারকে আরও বলেন, ‘একজন নির্বাচন কমিশনার যখন শপথ গ্রহণ করেন, সেই শপথের মূল কথাই হলো তাঁকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। একের পর এক পক্ষপাতদুষ্ট বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি।‘

কেন  সিইসি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত গ্রহণ করছেন তাও এখন দৃশ্যমান উল্লেখ করে ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা বলেন, ‘সিইসির ভাগ্নে আওয়ামী লীগের হয়ে পটুয়াখালীর একটি আসন থেকে নির্বাচন করছেন। তাই তাঁর লক্ষ্যই থাকবে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বিজয়ী করা। যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর একজন আত্মীয় নির্বাচন করছেন তাই নির্বাচনে নুরুল হুদার দায়িত্ব পালন করার বা রেফারির ভূমিকা পালন করার কোনো সাংবিধানিক অধিকার নেই।‘

 

বাংলা ইনসাইডার/এসএইচটি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭