ইনসাইড পলিটিক্স

ঐক্যফ্রন্টের দৃষ্টি স্পিকারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/11/2018


Thumbnail

আসন্ন নির্বাচনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কোনো আসনে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। যদিও তিনি রংপুর- ৬ আসনের জন্য মনোনয়ন পত্র কিনেছিলেন কিন্তু সে আসনটিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ধারণা করা হচ্ছে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম দফা নির্বাচন করবেন না। প্রধানমন্ত্রী যদি নির্বাচনে দুটি আসনের দুটিতেই জয়লাভ করেন তবে তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। তখন ছেড়ে দেওয়া আসনের একটিতে শিরীন শারমিন চৌধুরী উপ নির্বাচন করবেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।

জানা গেছে, স্পিকারের নির্বাচনে অংশ না নেওয়ার সুযোগটি বিরোধী দলগুলো কাজে লাগাতে চাইছে। জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক সূত্র বলছে , ড. কামাল হোসেন এ মুহূর্তে নির্বাচনকালীন সময়ে স্পিকারের হাতে কর্তৃত্ব দেওয়ার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছে। এর ফলে নিরপেক্ষ সরকারের অবয়ব সৃষ্টি হতে পারে বলে তিনি কয়েকজন আইনজীবীর সঙ্গে পরামর্শও করেছেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী দশম জাতীয় সংসদ এখনো বহাল আছে এবং শিরীন শারমিন চৌধুরীও স্পিকারের দায়িত্বে রয়েছেন। 

বাংলা ইনসাইডার/এসএইচটি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭