ইনসাইড পলিটিক্স

কোথাও নেই সেই আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/11/2018


Thumbnail

ওয়ান ইলেভেন প্রেক্ষাপটে জম্ম নেওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ কোথাও নেই। নির্বাচনী ঢামাঢোলে দেশ মেতে উঠলেও দেখা মিলছে না রহস্যময় আবুল কালাম আজাদের। ঢাকা-১৭ আসন নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও গত ৫ বছর যিনি ঐ নির্বাচনী আসনের জনগণের সেবা দিয়েছেন তারাও খুঁজে পাচ্ছেন না সেই আবুল কালাম আজাদকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের সরব উপস্থিতিও মিলছে না কোথাও। বাংলা ইনসাইডারের পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান করেও কোন হদিস মিলেনি বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের।

২০১৪ সালে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্ট:) আসনে বিনা ভোটের নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হন আবুল কালাম আজাদ। গত ৫ বছরে গুলশান-বননীতে কখনো সরব কখনো নীরব থেকেছেন তিনি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাপক অর্থ উত্তোলনের অভিযোগ ছিল সাংসদ আজাদের বিরুদ্ধে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭