ইনসাইড বাংলাদেশ

নেতা-কর্মীরা জানেনা আব্দুর রহমান কোথায়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2018


Thumbnail

মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান কোথায় আছেন তা দলের কেউ বলতে পারেন না। মনোনয়ন বঞ্চিত হবার পর থেকে তাঁকে প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছে না। তাঁর নিজ নির্বাচনী এলাকার ভোটাররা কোনো ভাবেই তাঁকে খুঁজে পাচ্ছেনা। ফরিদপুর-১ (আলফাডঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন থেকে এবার মনোনয়ন চেয়েছিলেন দলের হেভিওয়েট এ নেতা।

দশম জাতীয় সংসদে আব্দুর রহমান ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। দলীয় সভাপতি শেখ হাসিনা এবার চমক দিয়েছেন ফরিদপুর-১ আসনে। আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় সাবেক সিনিয়র সচিব রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বুলবুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মাঠে সক্রিয় ছিলেন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার এবং সাংবাদিক আরিফুর রহমান দোলন। ইতিপূর্বে মাঠে সক্রিয় থাকা সব প্রার্থী একত্রিত হয়ে বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমানকে মনোনয়ন না দেবার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেন। তবে সাবেক সচিব মনজুর হোসেন বুলবুল মাঠে তেমন সক্রিয় না থাকলেও আলোচনায় ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, মাঠের দ্বন্দ্ব থামাতেই নাকি এবার এমন সিদ্ধান্ত নিয়েছেন দলীয় সভানেত্রী। তিনি জানান, সব প্রার্থী আব্দুর রহমানের বিরেুদ্ধে একাট্টা থাকায় প্রার্থী বাছাইয়ে চমক রাখা হয়েছে। নৌকার নতুন এ কান্ডারি মনজুর হোসেন বুলবুল এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭