ইনসাইড বাংলাদেশ

গণমাধ্যমে কথা বলতে পারবেন না ডিসি-কমিশনাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। গত ২২ নভেম্বর নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়।   

উক্ত নির্দেশনায় বলা হয়েছে, ইসির সম্মতি ছাড়া কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ, সরকারের কোনো উন্নয়ন, প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত কোনও ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না।

ইসি থেকে নির্দেশনা সম্বলিত চিঠিটি মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭