ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2018


Thumbnail

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এবার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ এ দুটি আসনে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

আজ মঙ্গলবার দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।  

মনোনয়নপত্র জমা দেওয়া আগে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেখানে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসন থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। গোপালগঞ্জ-৩ আসনটি জাতীয় সংসদের ২১৭নং আসন। আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলার নিয়ে গঠিত। গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান এবং রংপুরের পীরগঞ্জ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭