ইনসাইড বাংলাদেশ

তিন আসনে নির্বাচন করবে গণসংহতি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও পাবনার মোট তিনটি আসনে নির্বাচন করবে গণসংহতি আন্দোলন। দলটির রাজনৈতিক নিবন্ধন নিয়ে আইনি জটিলতা থাকায় স্বতন্ত্র এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে তারা নির্বাচনে অংশগ্রহন করবেন।

আজ মঙ্গলবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ তথ্য জানান।

জোনায়েদ সাকি ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে চট্টগ্রাম-১০ আসনে হাসান মারুফ রুমি এবং একই দলের হয়ে জুলহাসনাইন বাবু পাবনা-১ আসন থেকে নির্বাচন করবেন।

এসময় জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার বাইরে গিয়ে সুষ্ঠু নির্বাচন করার দৃঢ়তা দেখাতে পারেনি। পুলিশসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের আজ্ঞাবহ। বাংলাদেশের ইতিহাসে কোন দলীয় সরকারের অধীনে অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের নজির নেই।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭