ইনসাইড বাংলাদেশ

সিলেট -১ আসনে মোমেন, ইনাম, মুক্তাদির মনোনয়ন জমা দিলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপুর্ণ সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ থেকে ড. একে আবদুল মোমেন এবং নিএনপি থেকে ইনাম আহমদ চৌধুরী এবং খন্দকার মুক্তাদির।

আজ বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন। 

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার বোন সাবেক জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে আবার আজ দুপুরে সিলেট-১ আসনের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বকত চৌধুরী সাদেক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ফারুক চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, ডা. আশরাফ আলী, সালেহ আহমদ প্রমুখ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে আজ বিকালে একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। 

মনোনয়পত্র জমাদানকালে সময় ইনাম আহমদ চৌধুরীর সাথে বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট-১ আসনে ইনাম আহমদ চৌধুরী ও  খন্দকার আব্দুল মুক্তাদির মনোনয়নপত্র জমা দিলেও দুজনের মধ্যে একজন দলীয় সিদ্ধান্ত অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭