ইনসাইড পলিটিক্স

জাপাকে বুড়ো আঙ্গুল দেখালেন সালমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/11/2018


Thumbnail

দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন একাই স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সালমা ইসলাম। গতকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর অনুসারীরা। ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনে মহাজোটের প্রার্থী ছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী। মহাজোটের হয়ে শেষ অবধি মনোনয়ন তিনিই পাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিতই ছিল। হঠাৎ করেই মাঠের হাওয়া বদল করে দেন শিল্পপতি সালমান এফ রহমান। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত করেন সালমান। তারপর আশায় বুক বেঁধে ছিলেন যমুনা গ্রুপের সালমা ইসলাম। জাতীয় পার্টি-আওয়ামী লীগের আসন বন্টনে শেষ হাসিটা তিনিই হাসবেন। কিন্তু বিধি বাম। শেষ হাসিনা হাসলেন শিল্পপতি সালমান এফ রহমান। নবম ও দশম জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য সালমা ইসলাম এজন্য দায়ী করছেন নিজ দল জাতীয় পার্টিকে। তাঁর এ অভিযোগের তীর সরাসরি দলীয় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের দিকে। মোটা অংকের টাকার বিনিময়ে নাকি বিক্রি করে দেওয়া হয়েছে সালমা ইসলামের মনোনয়ন। এনিয়ে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের মাঝেও চলছে নানামুখী আলোচনা।

গত কয়েকদিন যাবত জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদের বিভিন্ন অপকর্ম সবিস্তারে তুলে ধরা হচ্ছে যমুনা গ্রুপের মিডিয়া দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনে। গত দুই মেয়াদে সংসদ সদস্য থাকাবস্থায় এলাকায় নিয়মিত যাতায়াত ছিল সালমা ইসলামের। সংসদ সদস্য থাকাকালে এলাকায় উন্নয়ন কর্মকান্ডেরও  স্বাক্ষর রেখেছেন তিনি। নিজ আসনে শক্তিশালী করেছেন জাতীয় পার্টির অবস্থান। সারাদেশে নিরংঙ্কুশভাবে জাতীয় পার্টির পক্ষে কাজ করেছে তার মিডিয়া হাউজ যমুনা টিভি এবং দৈনিক যুগান্তর। বিভিন্ন সূত্র জানায়, জাতীয় পার্টির বড় ডোনার ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বিভিন্ন সময় বড় অর্থের যোগান দিতেন তিনি। জাতীয় পার্টির স্বার্থে ব্যবহার করেছেন নিজের মিডিয়া হাউজ দুটোতে। এতো প্রতিদানের পর স্বভাবতই আশা ছিল মহাজোটের পক্ষে মনোনয়ন তারই হবে। এবিষয়ে সালমা ইসলামের  সাথে কথা হলে তিনি বলেন, এলাকার জনগণের স্বার্থেই আমি নির্বাচন করবো। তবে জাতীয় পার্টি তার সঙ্গে যে আচরণ করেছে তারও দাঁতভাঙ্গা জবাব দেবেন তিনি।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭