ইনসাইড পলিটিক্স

বেইমান মান্না-জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট দু’টি জোট থেকেই বিএনপি এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এই জোট দু’টির একটিতেও আসন ভাগাগাগি নিয়ে কোনো মীমাংসা হয়নি। প্রথমেই যদি ২০ দলীয় জোটের প্রসঙ্গে আসা হয়, দলটি থেকে কে কতোটা আসন পাবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কে কয়টি আসন পাবে তা নিয়ে কোন মীমাংসা হয়নি। যে যার মতো করে মনোনয়নপত্র জমা দিয়েছে এবার। একইভাবে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেও আসন ভাগাভাগি নিয়েও নিজেদের মধ্যে কোন মীমাংসা হয়নি। সেখানেও গণফোরাম ও জেএসডি’র আসনগুলোর বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। কিন্তু চমকপ্রদ বিষয়টি হচ্ছে, জোটের বাইরে গিয়ে দু’টি দল বিএনপির সঙ্গে সমঝোতা করে আসন ভাগাভাগি করে ফেলেছে। এদের মধ্যে একটি হচ্ছে ২০ দলীয় জোটের অন্তর্গত জামাত। ইতিমধ্যেই জামাত ২৫ টি আসন থেকে ধানের শীষ প্রতীক পেয়েছে। যদিও জামাতের নীতি নির্ধারকরা বলাবলি করছে আরও ১১ টি আসন চায় তারা। কিন্তু জামাতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের এমন বিপদগ্রস্ত পরিস্থিতিতেও ২৫ টি আসনে ধানের শীষ প্রতীক পাওয়া তাদের জন্য অনেক বড় অর্জন, এতেই খুশি তারা। কিন্তু দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জামাত ২০ দলের বাইরে গিয়ে বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে সমঝোতা করে আসনগুলো নিয়েছে। যদিও ২০ দলের অন্যান্য দলগুলোর আসন নিয়ে কোনো সিদ্ধান্তেই আসেনি বিএনপি কিন্তু জামাতের সঙ্গে সমঝোতায় গিয়েছে দলটি। কারণ ভোটের মাঠে জামাতের কিছু ভোট আছে বলে মনে করে দলটি। 

একইভাবে, জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরাম ও জেএসডি সঙ্গে কোনো সমঝোতা না করলেও মাহমুদুর রহমান মান্না স্বয়ং লন্ডনে যোগাযোগ করে নাগরিক ঐক্যের জন্য ৯ টি নিশ্চিত করেছেন। গণফোরাম ও জেএসডি নিজেদের প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেও একমাত্র মাহমুদুর রহমান মান্নাই মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষ প্রতীকে। এ ঘটনায় খোদ বিএনপি নেতারাই বলাবলি করছে, মান্না ও জামাত দু’টিই সুবিধাবাদীদের দলে। বরাবরই তারা নিজেদের পাল্লা ভারি করেছে। কেননা আসন্ন নির্বাচনে শুধুমাত্র নৌকা ও ধানের শীষ প্রতীকই থাকবে। সেক্ষেত্রে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তা স্পষ্ট। সুতরাং মাহমুদুর রহমান মান্না ও জামাত দু’টিই সবচেয়ে বড় বেইমান, কেননা কেননা এরা জোটকে ভুলে গিয়ে স্বার্থের লোভে শুধুমাত্র প্রতীকের জন্যই বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭