ইনসাইড পলিটিক্স

খালেদা নির্বাচন করতে পারবেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2018


Thumbnail

এখনো খালেদা জিয়ার নির্বাচনের সম্ভাবনা দেখছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিনা সুলতানার দণ্ড এবং সাজা স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের ফলে বিএনপির আইনজীবীরা মনে করছেন যে, এখনো খালেদা জিয়ার নির্বাচন করার সম্ভাবনা আছে।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সাম্প্রতিক এক আদেশে বলেছে, নিম্ন আদালতে দণ্ড এবং সাজা স্থগিত না হলে কেউ নির্বাচন করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিনা সুলতানা একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা এবং দণ্ড স্থগিত করে দেওয়া হয়। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবিনার প্রার্থী হতে কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, এই আইনটি আপিল বিভাগের আইনের সাথে সাংঘর্ষিক। তিনি আগামী রোববারেই এই আইনের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান। তবে বিএনপির আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, এরমধ্য দিয়ে খালেদা জিয়ার নির্বাচন করার পথ উন্মুক্ত হলো এবং তিনি নির্বাচন করতে পারবেন। আগামী ২ তারিখে রিটার্নিং অফিসার তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এই সিদ্ধান্ত যদি আমাদের মনপূত না হয় তবে আমরা নিশ্চয়ই এই বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭