ইনসাইড পলিটিক্স

‘ফখরুলের নির্বাচনের খরচ দেবেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2018


Thumbnail

দীর্ঘ ১০ বছর পর নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি। দলটির হয়ে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছে অনেক নির্যাতিত। এদের মধ্যে অনেকেরই আর্থিক অবস্থা ভালো না। এজন্য তারেক জিয়া দুস্থ প্রার্থীদেরকে সহায়তা দেবেন বলে জানিয়েছেন। যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন সময় নির্যাতনের স্বীকার হয়েছেন এবং যাদের আর্থিক অবস্থা ভালো না তাদের নির্বাচনের খরচও তারেক জিয়া বহন করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্যাতিত ও দুস্থ প্রার্থীদের একটি তালিকা করতে বলেন।

তালিকার বিষয়ে মির্জা ফখরুল তারেক জিয়াকে প্রশ্ন করেন যে, ‘এই নির্যাতিত ও দুস্থদের তালিকায় আমার নামও কি থাকবে?’ এর জবাবে তারেক জিয়া তাকে বলেন, ‘আপনার নাম এ তালিকায় থাকবে না। আপনার নির্বাচনের খরচ তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেবেন। শুনলাম প্রধানমন্ত্রী আপনার চিকিৎসার ব্যয় বহন করবেন। কাজেই আপনার নির্বাচনী প্রচারনার খরচও ওনাকেই দিতে বলেন।’

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭