ইনসাইড ইকোনমি

‘য্যামনে কিনি, ত্যামনে বেচি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2018


Thumbnail

হামরা য্যামনে কিনি, ত্যামনে বেচি। সাপ্লাই বেশি তাই পাইকারি দামও কমতি। সে কারণে খুচরা বাজারেও কওমে বিক্রি করছি।’

কথাগুলো বলছিলেন রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারের সবজি বিক্রেতা বাদশা মিয়া।

রাজধানিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। একই সঙ্গে উৎপাদন ও আমদানি বাড়ায় শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে।

আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢেড়শ ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, পটল ২০ টাকা, টমোটো ৩০ টাকা, শশা ৩০ টাকা, কাচামরিচ ৪০ টাকা, গাজর ৬০ টাকা ও মুলা ১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ২৫ থেকে ৩৫ টাকা ও পাতাকপি ১৫ থেকে ২৫ টাকা পিসে বিক্রি হচ্ছে। সব রকমের শীতকালীন সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, মসলা ও তেলের দাম। প্রতি কেজি মসুর ডাল (দেশি) ১০০ টাকা, ভোজ্যতেল প্রতি লিটার খোলা ৯০ টাকা, বোতল ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। আদা ১০০-১২০ টাকা, রসুন (ইন্ডিয়ান) ৬০, দেশি ৫৫, পেঁয়াজ (দেশি) ৫০ টাকা, পেঁয়াজ (ইন্ডিয়ান) ৩৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এদিকে, শীতের কারণে নদী ও খালবিলের পানি কমে আসায় মাছও ধরা পড়ছে প্রচুর পরিমাণে। এরফলে বাজারও এখন মাছে ভরপুর। সেই সঙ্গে ইলিশের সরবরাহ রয়েছে পর্যাপ্ত। সবমিলিয়ে স্থিতিশীল রয়েছে মাছের দাম।

বাজারে প্রতি কেজি পাঙ্গাস ১১০-১২০ টাকায় বিক্রি হয়- যা গত সপ্তাহে ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি কৈ ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে- যা গত সপ্তাহে ১৮০-২০০ টাকা বিক্রি হয়েছে। তেলাপিয়া ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই ২৮০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে- যা গত সপ্তাহে ৩০০-৩১০ টাকায় বিক্রি হয়। ট্যাংরা ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে- যা গত সপ্তাহে ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়। শিং ৩০০-৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে- গত সপ্তাহে ৪০০-৫৫০ টাকায় বিক্রি হয়েছে। চিংড়ি প্রতি কেজি ৫০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে- যা গত সপ্তাহে ৬০০-১২০০ টাকায় বিক্রি হয়েছে।

ইলিশের আমদানি বেশি থাকায় দামও কম। বড় সাইজের ইলিশ ৮০০-৯০০ টাকায় এবং মাঝারি সাইজের ইলিশ ৫০০-৭০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

তবে অপরিবর্তিত আছে সব ধরণের মাংসের দাম। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৮০-৫০০ টাকায়। খাসির মাংস কেজি প্রতি ৭৫০ টাকা। সাদা বয়লার মুরগি প্রতি কেজি ১২০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০-২১০ টাকায়, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫০-৪১০ টাকায়।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭