ইনসাইড বাংলাদেশ

‘ভোটকক্ষে ভিডিও ও ছবি তোলা অপরাধ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2018


Thumbnail

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. কামরুল হাসান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ভোট কক্ষের ভেতর ভিডিও বা ছবি তোলা অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে (ইসি)।’

আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

ইসির অতিরিক্ত সচিব মো. কামরুল হাসান ভোটগ্রহণের দিন একটি কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের কার কী ভূমিকা হবে, ভোট সুষ্ঠু করতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে প্রশিক্ষকদের বিস্তারিত নির্দেশনা দেন।

এসময় তিনি আরও বলেন, ‘কোনো ভোটার ভোট কক্ষে প্রবেশ করার পর প্রথমে তার পরিচয় নিশ্চিত করতে হবে। ভোটারের নাম সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকায় থাকলে ব্যালট পেপারের মুড়িতে আঙুলের ছাপ রেখে, তাঁকে ব্যালট পেপার দিতে হবে। এরপর ভোটার গোপন কক্ষে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। গোপন কক্ষে কারোই প্রবেশ অধিকার নেই। কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য তাঁর পছন্দের একজনকে সঙ্গে রাখতে পারবেন।’

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭