ইনসাইড বাংলাদেশ

তাবলিগের দুইপক্ষের মধ্যে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/12/2018


Thumbnail

টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর সমঝোতায় পৌঁছেছে তাবলিগ জামাতের দুই পক্ষ। প্রশাসনের সঙ্গে আলোচনার পর দুই পক্ষ সমঝোতায় রাজি হয় বলে জানা গেছে।

এর আগে আজ শনিবার সকাল থেকে রাজধানীর বিমানবন্দর সড়ক, আবদুল্লাহপুর ও এর আশেপাশের এলাকায় মুখোমুখি অবস্থান গ্রহণ করে তাবলিগ জামাতের দুই পক্ষ। তাদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আহত হন আরো শতাধিক মানুষ। সংঘর্ষের কারনে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭