কালার ইনসাইড

শাকিব দায়ী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/12/2018


Thumbnail

দেলোয়ার জাহান ঝন্টু। হাল সিনেমার অভিভাবকদের একজন। একাধারে প্রযোজক, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার। দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন শতাধিক অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী। তবে তিনি শাকিব খানের বর্তমান অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নন। তিনি বলেন,‘বাংলাদেশের এক নাম্বার নায়ক। সুদর্শন, ভালো অভিনয় করে আর দর্শকগ্রহণযোগ্যতা মারাত্মক। কিন্তু এটাও বলতে হবে, আজ যে সিনেমা শিল্পের নাজুক অবস্থা তার জন্য শাকিব খান অনেকাংশে দায়ী।’

কীভাবে দায়ী তা নিয়ে বলেন, ‘একটি সিনেমার বাজেট যদি হয় এক কোটি টাকা। তাহলে শাকিব খানকে নিয়ে কাজ করলে সেই বাজেট গিয়ে দাঁড়ায় দুই কোটি টাকা। দুপুর দেড়টায় শুটিংয়ে আসে, সন্ধ্যায় চলে যায়। আবার টানা শিডিউল দেওয়া থাকলেও নতুন কোনো সিনেমা পেলে শিডিউলে ঘাপলা করে। একটি সিনেমার শুটিং যদি ৪০ শিফটে শেষ হওয়ার কথা থাকে, শাকিব খান থাকলে সেটা শেষ হবে ৮০ শিফটে। বাজেট চলে যাবে দ্বিগুণে। ছবি মুক্তির পর দেড় কোটি টাকা ফেরৎ পেলেও বড় অঙ্কের লোকসান গুনতে হয় প্রযোজককে। নতুন করে সিনেমা বানানোর আগ্রহ আর থাকে না প্রযোজকের। যে কারণে প্রযোজক কমে গেছে অনেক। গোটা শিল্পে নেমে এসেছে স্থবিরতা।’



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭