ইনসাইড ট্রেড

মনোনয়নপত্র বাছাই আজ, দৃষ্টি খালেদার দিকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2018


Thumbnail

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ। সর্বমোট ৩০৬৫ টি মনোনয়নপত্র থেকে যাচাই-বাছাই শেষে আজ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এর মধ্যে আওয়ামী লীগ ২৮১টি, বিএনপি ৬৯৬টি, জাতীয় পার্টির ২৩৩টি এবং অন্যান্য রাজনৈতিক দলের ১৩৫৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। দলীয় মনোনয়নপত্র জমা পড়েছে মোট ২৫৬৭টি। এর বাইরে স্বতন্ত্র ৪৯৮টি। নিবন্ধিত ৩৯টি দলের নামেই মনোনয়নপত্র জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

যেসব কারণে মনোনয়ন পত্র বাতিল হতে পারে:

১. যদি মনোনয়নের আবেদন সঠিকভাবে পূরণ না করা হয়, তবে ঐ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল গণ্য হবে।

২. যদি প্রার্থী কোনো মামলায় নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হন কিংবা ২ বছরের চেয়ে বেশি সাজা ভোগ করেন তবে সাজা ভোগের পরবর্তী ৫ বছর পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। কাজেই দণ্ডিত ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হবে।

৩. যদি ঐ প্রার্থী ঋণ-খেলাপি কিংবা বিল খেলাপি হন, তবে মনোনয়ন বাতিল হবে তার।

৪. যদি প্রার্থী কোনো তথ্য গোপন করেন কিংবা অসত্য তথ্য প্রদান করেন তবে তার মনোনয়ন বাতিল হবে।

৫. স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যদি নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর না থাকে তবে মনোনয়ন পত্র বাতিল হবে তার।

এভাবেই দিনব্যাপী যাচাই-বাছাই এর পর কতজন প্রার্থী নির্বাচনের জন্য যোগ্য তার দেখা মিলবে। যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে, দণ্ডিত কোনো ব্যক্তির ক্ষেত্রে তার দণ্ড ও সাজা যদি স্থগিত না হয় তবে নির্বাচনের অযোগ্য হবেন তিনি। কাজেই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। সেজন্য সকল আকর্ষণই থাকবে বেগম জিয়ার তিনটি আসনের দিকেই।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭