ইনসাইড বাংলাদেশ

প্রয়াত মেয়র আনিসুল হকের নামে সড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2018


Thumbnail

অবশেষে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় থেকে কারওয়ানবাজার রেলক্রসিং পর্যন্ত সড়কটির নামকরণ করা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  ‘মেয়র আনিসুল হক সড়ক’এর নামফলক উন্মোচন করা হয়।

গত বছর ৩০ নভেম্বর আনিসুল হক লন্ডনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ডিএনসিসির করপোরেশন সভায় তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলগেইট পর্যন্ত সড়কটি ‘মেয়র আনিসুল হক সড়ক’ নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেন, ‘এই রাস্তাটি একটি যাত্রার প্রতীক হিসেবে থাকবে। সেই যাত্রাটি হচ্ছে ঢাকা শহরের সমস্যাগুলোর সমাধান যাত্রার।’  তিনি সাধারণ জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তাঁরা আনিসুল হকের পাশে ছিলেন বলে তিনি এভাবে কাজ করতে পেরেছিলেন।’ তিনি বলেন, ‘আমাদের মাঝে, ভবিষৎ প্রজন্মের মাঝে অনেক আনিসুল হক লুকিয়ে আছে। আমরা তাদের খুঁজে বের করে তাদের মাধ্যমে দেশের সকল সমস্যার সমাধান করতে পারবো।’

আনিসুল হকের পূত্র নাভিদুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি বিষয়ে আনিসুল হকের স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। সমস্যা সমাধানের জন্য আনিসুল হক প্রণীত কর্মপরিকল্পনা সবার জানা আছে। সেগুলো বাস্তবায়নের জন্য সবার প্রতি অনুরোধ রইলো।’

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭