কালার ইনসাইড

কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2018


Thumbnail

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ ঊপজেলা) বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

আজ রোববার দুপুরে মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিণ এ ঘোষণা প্রদান করেন।

নীলফামারী-৪ আসনে বিএনপির আরেকজন প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে এই আসনে বেবী নাজনীন বিএনপির প্রার্থী হিসেবে থাকছেন।

উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিদের মনোন্যনপত্র যাচাই-বাছাই চলছে।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭