ইনসাইড বাংলাদেশ

‘বোন সরকারে থাকতে আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2018


Thumbnail

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী কোনো নাম উল্লেখ না করে বলছেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার বোন সরকারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেওয়া হবে না।’  

আজ রোববার দুপুরে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

কাদের সিদ্দিকী বলেন, আমি নির্বাচনে দাঁড়ানো বড় কথা নয়। আমি চাই নির্বাচনটা ভালো হোক। আমার সংগ্রাম হচ্ছে ভোটাররা যেন ভোট দিতে পারেন। যদি আমার দেশপ্রেম সত্য হয়, আমি সারা জীবন আল্লাহ ও রাসুলের ওপর যে বিশ্বাস করে এসেছি, সে বিশ্বাস যদি বিন্দুমাত্র সত্য হয়, তাহলে ১৯ থেকে ২০টির বেশি আসন পাবে না বর্তমান সরকার।  

তিনি আরও বলেন, আমি নির্বাচন কমিশনে আপিল করবো। আমরা যখন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিলেন, কমিশন কখনো কোর্টে বাদী হবে না। আমি সেটা দেখার জন্যই নির্বাচন কমিশনে যাবো।

উল্লেখ্য, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল এবং সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণখেলাপির দায়ে দুটি আসনেই তার মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭