ইনসাইড বাংলাদেশ

মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/12/2018


Thumbnail

বর্তমান সরকারের মস্ত্রিসভার শেষ বৈঠক বসছে আজ। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছিল। সরকার গঠনের ৯ দিন পর ১৪ জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আজ পাঁচ বছরের মাথায় সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।

সাধারণত প্রতি সপ্তাহের সোমবার মস্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি সাপেক্ষে সপ্তাহের অন্য কোনো দিনও মস্ত্রিসভার বৈঠক হয়েছে।

জানা গেছে, মস্ত্রিসভার আজকের বৈঠকে সরকার পরিচালনায় দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মস্ত্রিসভার সদস্যরা অভিনন্দন জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেই আশা করেন মস্ত্রিসভার সদস্যরা।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭