ইনসাইড পলিটিক্স

ফখরুলের স্বাক্ষর জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/12/2018


Thumbnail

গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই নিয়ে বিভ্রাট সৃষ্টি হয়। তাঁর সই জালিয়াতির অভিযোগও ওঠে। মানিকগঞ্জ এবং গোপালগঞ্জে তাঁর সই নিয়ে সন্দেহ প্রকাশ করে রিটার্নিং অফিসার কয়েকটি মনোনয়ন বাতিল করে দেন। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি চিঠি দিয়ে জানান সই তাঁর।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, মির্জা ফখরুলের সই দুরকম। অধিকাংশ মনোনয়ন পত্রে মির্জা ফখরুলের সই সংক্ষিপ্ত অদ্যাক্ষর দিয়ে। আবার কোথাও কোথাও পুরো নাম দিয়ে সই দেওয়া হয়েছে। দেখা গেছে, একই এলাকায় দুজন প্রার্থীকে দুইরকম স্বাক্ষরে চিঠি দিয়েছেন।

বিএনপিতে খোঁজ নিয়ে জানা যায়, একসঙ্গে এত চিঠিতে স্বাক্ষর করার মতো সময় ছিল না বিএনপি মহাসচিবের। দলের কার্যক্রম, ২০ দলের বৈঠক ইত্যাদি নানা কাজে ব্যস্ত মির্জা ফখরুল তাঁর দলের একজনকে স্বাক্ষরগুলো করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জানা গেছে, অধিকাংশ মনোনয়নের চিঠির স্বাক্ষরই মির্জা ফখরুলের নয়। তাঁর পক্ষে এবং তাঁর সম্মতিতেই এই স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭