ইনসাইড আর্টিকেল

‘সব কাজকর্মে মুক্তিযুদ্ধকে ধারণের চেষ্টা করি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/12/2018


Thumbnail

আমাদের কাছে মুক্তিযুদ্ধ অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা মুক্তিযুদ্ধ দেখেছে বা দেখেনি, সবার কাছেই। তবে মুক্তিযুদ্ধকে যারা প্রত্যক্ষ করেছে আর যারা প্রত্যক্ষ করেনি- তাদের আদর্শ অনেকটাই আলাদা। আমাদের বর্তমান বিশাল একটা প্রজন্ম মুক্তিযুদ্ধকে দেখেনি। তাদের কাছে মুক্তিযুদ্ধ কী, মুক্তিযুদ্ধের চেতনা বলতে তারা কি বোঝে, তারা মুক্তিযুদ্ধকে কীভাবে ধারণ করে, স্বাধীনতার বাস্তবায়নে এই প্রজন্মটি কি ভূমিকা রাখতে পারে- তা নিয়ে বিজয়ের মাসে থাকছে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন ‘বিজয়ের মাসে প্রজন্মের ভাবনা’। 

মির্জা নাদিয়া সুলতানা

চীনের জিয়ামেন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত

আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম এবং মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের এক অমূল্য ইতিহাস। আমার মুক্তিযুদ্ধের ইতিহাস জানা বাবা-মায়ের মুখে মুখে, কারণ তারা মুক্তিযুদ্ধ দেখেছিল। তাদের কাছেই তাদের, অন্যদের অভিজ্ঞতাগুলো শোনা। এরপর বিভিন্ন বইপুস্তক, সাহিত্যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস পড়েছি। বিভিন্ন ব্যক্তির মুক্তিযুদ্ধকালীন অবদানগুলোর প্রতি আমার আগ্রহ বরাবরই বেশি ছিল।

মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি মনে করি এটা একটা আবেগ। এই আবেগ আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা জোগায়। আমাদের যুদ্ধ আর স্বাধীনতা আমাদের নতুন অনেক কিছু জানতে শেখায়। সবচেয়ে বড় কথা, অন্যায় আর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সাহস এনে দেয় এই চেতনা।

মুক্তিযুদ্ধকে আমি চেষ্টা করি সব কাজেকর্মে ধারণ করতে। মুক্তিযুদ্ধ না দেখা বা অংশগ্রহণ করতে না পারলেও স্বাধীন দেশের পাশে থাকতে, ভালো কিছু করার চেষ্টা করি সবসময়। শহীদদের রক্তের ঋণ আমরা সবাই-ই শোধ করতে পারি ভালো কাজগুলো করে। আর সমাজের জন্য ক্ষতিকর কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করি।

স্বাধীনতার ৪৭ বছর এরই মধ্যে পেরিয়ে গেছে। আমাদের প্রজন্মটা যেন পিছিয়ে না পড়ে সেই চেষ্টা আমাদের করা উচিৎ। স্বাধীনতার স্বপ্নপূরণে এই প্রজন্মের উচিৎ দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া। জ্ঞান-বিজ্ঞানের শাখায় আরও অবদান রেখে দেশে বৈপ্লবিক পরিবর্তন আনা। নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে আরও সুখী ও সমৃদ্ধ করে তোলা। আর এই স্বাধীনতার ইতিহাসকে গভীরভাবে জানা ও উপলব্ধি করা, চেতনায় ধারণ করা প্রয়োজন। সেই অনুযায়ী প্রতিটি কাজের মধ্যে সেটার প্রকাশ ঘটানো।

দেশের বাইরে থাকায় বিভিন্ন দিবসগুলোকে খুব মনে পড়ে। তবে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস আমরা এখানে সব বাঙালীরা একসঙ্গে পালন করি। বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা প্রতিটি শহীদকে স্মরণ করি শ্রদ্ধাভরে। এই দিনগুলোতে আমরা যেন দেশকে আরও বেশি অনুভব করি।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭