ইনসাইড গ্রাউন্ড

মাশরাফির বার্ষিক আয় ৪ কোটি ৮৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/12/2018


Thumbnail

জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বার্ষিক আয় ৪ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা।

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া মাশরাফির হলফনামা থেকে এ তথ্য পাওয়া গিয়েছে।

হলফবামা অনুযায়ী মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার হলেও কৃষিখাত থেকে তার বছরে আয় ৫ লাখ ২০ হাজার টাকা। বিভিন্ন ব্যবসা থেকে বছরে ৭ লাখ ২০ হাজার টাকা, চাকরি থেকে ৩ কোটি ১৭ লাখ ৪ হাজার টাকা এবং অন্যান্য বিভিন্ন খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন তিনি।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে মাশরাফির মনোনয়ন বৈধতা পেয়েছে।

নড়াইল-২ আসন নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১০৫জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৭৭ জন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭