ইনসাইড পলিটিক্স

রনির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2018


Thumbnail

সেনাবাহিনী সম্পর্কে ফেসবুকে গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে সদ্য বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাষ্ট্র ও সেনাবাহিনী সম্পর্কে কুৎসা রটনা, মিথ্যা অপপ্রচার, গুজব সৃষ্টির অভিযোগে গোলাম মাওলা রনির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে রনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি রাষ্ট্র ও সেনাবাহিনী সম্পর্কে অপপ্রচার চালিয়েছেন। যা রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করছে সরকার।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গোলাম মাওলা রনি সম্প্রতি বিএনপিতে যোগ দেন। বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীর্ষ মার্কায় নির্বাচনেরও সুযোগ পান। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নথিপত্রে স্বাক্ষর না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। অবশ্য, প্রার্থিতা ফিরে পেতে গোলাম মাওলা রনি এরই মধ্যে আপিল করেছেন বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/জেডএ/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭