ইনসাইড আর্টিকেল

বিএনপির ইশতেহার হবে কি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/12/2018


Thumbnail

নির্বাচনে ভোটার কি দেখে প্রার্থী বা প্রার্থী মনোনয়ন দেওয়া রাজনৈতিক দলকে বেছে নিবে। আমরা জানি বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নির্দিষ্ট পরিমাণ ভোট আছে। কিন্তু যারা কোনো দলের সরাসরি সমর্থক নন তারা কিসের ওপর ভিত্তি করে ভোট সম্পর্কে সিদ্ধান্ত নিবে? এক্ষেত্রে বড় বিষয় হলো নির্বাচনী ইশতেহার। যদিও এটা এত পরে ঘোষণা হয় এবং তা প্রচারে দলগুলো উৎসাহ বোধ করে না। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। এ পর্যন্ত আমরা শুধু কমিউনিস্ট পার্টির ইশতেহার পেয়েছি। জানা গেছে আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। কিন্তু মাঠের প্রধান বিরোধী দল বিএনপি দলীয়ভাবে কোনো ইশতেহার ঘোষণা করবে কি না তা এখনো অনিশ্চিত। এখন বিএনপির কেন্দ্রীয় নেতারা বলার চেষ্টা করছেন,যে দলগত নয় জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে ঘোষিত ইশতেহারই তাদের নির্বাচনী ইশতেহার। কিন্তু বিএনপির নেতৃত্বে আগের যে ২০ দলীয় জোট আছে,সেই জোটও কি ইশতেহার প্রকাশ করবে? এমন প্রশ্নের জবাব পাইনি, বিএনপির বেশ কজন কেন্দ্রীয় নেতার কাছে জানতে চেয়েও। আবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট,আওয়ামী লীগের বাইরে আলাদা ইশতেহার ঘোষণা করবে, তারও আভাস মিলবে না। আর মাত্র কয়েকদিনের মধ্যেই জোটগত আসন বণ্টনের পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা।

বিএনপিতো জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের আগেই দলীয় ইশতেহার তৈরির কাজ শুরু করেছিল,তাহলে কেন এখন দলীয়ভাবে ইশতেহার হবে না, সে প্রশ্নের সরাসরি জবাব মিললো না। এমনকি অনানুষ্ঠানিক আলোচনাতেও বিষয়টি নিয়ে আলোচনায় আগ্রহী নয় বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের একজন স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বললেন ‘বিএনপি এককভাবে ইশতেহার ঘোষণা করলে, দলের গঠনতন্ত্র পরিবর্তন, ২১ আগস্টের মামলার রায়, দলের চেয়ারপারসনের কারাদণ্ড ইত্যাদি বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। যেটা অনেকটাই বিব্রতকর। তাই ফ্রন্টগত ভাবে ইশতেহার ঘোষণাই আমাদের জন্য মঙ্গলজনক।’

অন্যদিকে ১৪ দল কেন জোটগত ইশতেহার ঘোষণা করবে না এমন প্রশ্নের জবাবে একজন আওয়ামী লীগ নেতার মন্তব্য হচ্ছে ‘১৪ দলের শরিক প্রায় সব দলের প্রার্থীরাই আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে ভোট যুদ্ধে নামছেন, তাহলে আওয়ামী লীগের বাইরে কেন জোটগত ইশতেহার দিতে হব?’

খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি দলীয় বা জামায়াত থাকায় ২০দলীয় জোট নিয়ে যে অস্বস্তিতে ছিল, তা থেকে একটু ভালো অবস্থার জন্যই জাতীয় ঐক্যফ্রন্ট করেছে, তাই সেই ফ্রন্টকেই গুরুত্ব দিতে চায়। ফলে দলীয়ভাবে ইশতেহার দেবার সম্ভাবনা কম।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭