ওয়ার্ল্ড ইনসাইড

এশিয়ার দ্বিতীয় ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকী সদ্যই বিশ্বের একশ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। তাদের এই তালিকার ২৬ তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এশিয়া অঞ্চলে তাঁর অবস্থান দ্বিতীয়। 

ফোর্বসের এবারের তালিকায় এশিয়া মহাদেশ থেকে সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে বিবেচিত হয়েছেন সিঙ্গাপুরের হো চিং। তিনি ১৭ তম স্থানে রয়েছেন।

ফোর্বসের গত বছরের তালিকায় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ৩০ তম স্থানে। এর আগে ২০১৫ সালে তিনি ছিলেন ৫৯ তম স্থানে। 

বাংলাদেশের প্রতিবাশী রাষ্ট্র মিয়ানমারের বিতর্কিত নেত্রী অং সান সুচি ২০১৫ সালে ফোর্বসের সেরা ১০০ ক্ষমতাধর নারীদের তালিকার ২৬ তম স্থানে ছিলেন। তবে এরপর থেকেই তাঁর অবনমন হতে শুরু করে। ২০১৬ সালের তালিকায় তিনি সাত ধাপ পিছিয়ে যান। আর এবছরের সেরা ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থানই হয় নি তাঁর।

ফোর্বসের এবছরের ১০০ ক্ষমতাধর নারীদের তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তাঁর পরেই দ্বিতীয়স্থানে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭