ওয়ার্ল্ড ইনসাইড

কেন গ্রেপ্তার হলেন হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝৌ’কে কানাডায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা বোর্ডের উপ-চেয়ারম্যান রেন ঝেংফেইয়ের কন্যা। গত ১ ডিসেম্বর ভ্যাঙ্কুবার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। মেং ওয়ানঝৌ’র গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন তাঁকে গ্রেপ্তার করা হলো। 

কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার প্রত্যার্পণ চাওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।

হুয়াওয়ে জানিয়েছে, মেং ওয়ানঝৌ’র গ্রেপ্তারের ব্যাপারে তাদের কাছে খুব সামান্যই তথ্য রয়েছে। তিনি ঠিক কী অন্যায় করেছে সে সম্পর্কে তাদের জানা নেই। স্থানীয় সময় শুক্রবার তার জামিন শুনানি হতে পারে বলে জানিয়েছে কানাডার বিচার বিভাগের একজন মুখপাত্র। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭