ইনসাইড গ্রাউন্ড

প্রস্তুতি ম্যাচে রানের পাহাড়ে ক্যারিবীয়রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে ফিরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার কাইরন পাওয়েল এবং শাই হোপ। স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে পাওয়েল প্যাভিলিয়নে ফেরার আগে দুই ওপেনার মিলে গড়েন ১০১ রানের জুটি। পাওয়েল ৪৯ বলে ৪৩ রান করে আউট হন। অপর ওপেনার শাই হোপ খেলেন ৮১ রানের ইনিংস।

৩২ তম ওভারে ১৭৫ রানে ৫ উইকেট হারানোর পর রোস্টন চেজ ও ফ্যাবিয়ান অ্যালেনের দুর্দান্ত ইনিংসে ভর করে তিনশো পার করে সফরকারীরা। ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলে টাইগার পেসার রুবেল হোসেনের লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যালেন। চেজ ৫১ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শিমরন হেটমায়ার ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।

বিসিবি একাদশের পক্ষে নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মেহেদী হাসান রানা ২ টি করে উইকেট নেন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৮ ওভার বল করে ৩৭ রান দিয়ে নেন এক উইকেট।

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৩২ রান।

 

বাংলা ইনসাইডার/এজেএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭