ইনসাইড গ্রাউন্ড

দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড ইয়াসিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

টেস্ট ক্রিকেটের ইতিহাসে  দ্রুততম ২০০ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। মাত্র ৩৩ টেস্টে ২০০ উইকেট শিকার করে ইয়াসির শাহ ভেঙে দিয়েছেন ৮২ বছর আগে করা অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্লেয়ার গ্রিমেটের রেকর্ড। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  ক্যারিয়ারের ৩৬তম টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

পাকিস্তান-নিউজিল্যান্ড চলমান আবুধাবি টেস্টের চতুর্থ দিন উইলিয়াম সমারভিলকে লেগ বিফরের ফাঁদে ফেলে রেকর্ডবইয়ে নিজের লাম লেখান ইয়াসির শাহ। 

দ্রুত ২০০ উইকেট শিকারের তালিকার তিন নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ টেস্টে তিনি ২০০ উইকেট নিয়েছিলেন। চতুর্থ এবং পঞ্চমে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ডেনিস লিলি ও পাকিস্তানের ওয়াকার ইউনিস।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া ইয়াসির শাহ এখন পর্যন্ত ৩৩ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন। এ ম্যাচের আগে ৩২ টেস্টে ১৯৫ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪১ ওভার বল করে ৭৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে ৪৯ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট।

বাংলা ইনসাইডার/এজেএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭