ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: উইকেট শিকারে সেরা পাঁচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। ওয়ানডের আগে ২ ম্যাচের টেস্ট সিরিজ টাইগাররা ২-০ তে জিতে নিয়েছে। সবশেষ গত জুলাইতে টাইগারদের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল ক্যারিবীয়রা। তাই ঘরের মাঠে ওয়ানডেতে ফেবারিট তকমা নিয়েই খেলবে টাইগাররা।

দুই দলের মধ্যকার এখন পর্যন্ত হওয়া ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এমন পাঁচ জন বোলারের তিন জনই ক্যারিবীয় পেসার। উইকেট শিকারের দিক দিয়ে সবার উপরে আছেন কেমার রোচ। তবে উইকেট শিকারের তালিকায় সেরা পাঁচে নেই বাংলাদেশের সাকিব আল হাসান।

কেমার রোচ: বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ ম্যাচে কেমার রোচ শিকার করেছেন ২৮ উইকেট। ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন ২ বার। টাইগারদের বিপক্ষে তার সেরা বোলিং ৪৪ রানে ৫ উইকেট। আসন্ন এই সিরিজে টাইগার ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন ক্যারিবীয় এই গতিদানব।  যদিও টেস্ট ম্যাচে স্পিনিং উইকেটে অনেকটাই এলোমেলো ছিলেন তিনি।

আব্দুর রাজ্জাক: বাংলাদেশের এক সময়ের তারকা স্পিনার আব্দুর রাজ্জাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট শিকারের দিক দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ১৫ ম্যাচে ১৯  উইকেট নিয়েছেন তিনি। যদিও ২০১৪ সালের পর আর কোন ওয়ানডে ম্যাচ খেলেন নি রাজ্জাক।

মাশরাফি বিন মর্তুজা: উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি। এই সিরিজেও দলের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন টাইগার দলপতি।

রবি রামপাল: টাইগারদের বিপক্ষে উইকেট শিকারে তালিকায় চতুর্থ স্থানে আছেন সাবেক ক্যারিবীয় পেসার রবি রামপাল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৫ সালে শেষ ওয়ানডে ম্যাচ খেলা রামপাল বাংলাদেশের বিপক্ষে ৯ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন।

ড্যারেন সামি: ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। ড্যারেন সামি নিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালে।

বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় জায়গা পান নি। এখন পর্যন্ত ১২ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তিনি। সাকিবের উপরে আছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ১৪ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন রিয়াদ।

বাংলা ইনসাইডার/এজেএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭