ইনসাইড গ্রাউন্ড

আরব আমিরাতের কাছে বাংলাদেশের লজ্জার হার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

এসিসি ইমার্জিং কাপের প্রথম ম্যাচেই  অঘটনের শিকার হলো বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ দলকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ২৩ দল।

প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আরব আমিরাত। জবাবে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। আমিরাতের বোলাররা শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দলীয় ২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জাকির হাসান। এরপর মাত্র ৮ রান করেই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। আহমেদ রেজাকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে ওপেনার মিজানুর রহমান এবং ইয়াসির আলি হাল ধরলেও ব্যক্তিগত ৪৩ রানে ইমরান হায়দারকে উইকেট দিয়ে বসেন মিজানুর। একই ওভারে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকতও।

শেষ দিকে নবম উইকেটে শরিফুল ইসলাম এবং শফিউল ইসলাম ৫৪ রানের জুটি গড়লে পরাজয়ের ব্যবধান কমায় বাংলাদেশ। শফিউল ৩২ রান করে ফিরলেও  শরিফুল ৩১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে প্রথমে ব্যাট করে ২৬৭ রানে অল আউট হয় আরব আমিরাত। ওপেনার আশফাক আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত- ২৬৭/১০ (৪৯.২ ওভার) আশফাক আহমেদ ৯৮, গুলাম সাব্বির ৫২; শরিফুল ৪/৫৫

বাংলাদেশ- ১৭০/১০ (৩৬.৫ ওভার)  মিজানুর ৪৩, শরিফুল ৩১*, শফিউল ৩২; আহমেদ রেজা ৪/৫০

ফলঃ সংযুক্ত আরব আমিরাত ৯৭ রানে জয়ী।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭