কালার ইনসাইড

সিনেমা পরিচালনায় রোজিনা, অভিনয় করবেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/12/2018


Thumbnail

‘দোলনা’র দুই দশক পর ছবি প্রযোজনায় ফিরছেন নায়িকা রোজিনা। শুধু প্রযোজনাই নয়, ‘বীরাঙ্গনা’ ছবিতে পরিচালনায়ও অভিষেক হবে তাঁর। সিনেমার গল্প ও চিত্রনাট্য নিজেরই লেখা। তিনি বলেন,‘নিজের চোখে দেখা ঘটনা অবলম্বনে গল্প ও চিত্রনাট্য। ছবিতে সেই সময়কার গোয়ালন্দ রেলস্টেশনের আশপাশ ঘেঁষে থাকা মানুষের জীবন ফুটে উঠবে। হানাদার বাহিনীর অত্যাচার দেখানো হবে, থাকবে সদ্য কৈশোর পেরোনো দুটি ছেলে-মেয়ের প্রেম ও বিয়ে। থাকবে রাজাকার বাহিনীর হাতে সতীত্ব হারানো এক কিশোরীর জীবনযাপনের চিত্র। ফ্ল্যাশব্যাক থেকে শুরু হওয়া গল্পে থাকবে উনসত্তরের গণ-অভ্যুত্থান, ছেষট্টির ছয় দফা আন্দোলন।’

সিনেমার বাজেট নিয়ে বলেন,‘পাণ্ডুলিপি শেষ করার পর বাজেট নিয়ে বসে রীতিমতো থমকে গিয়েছিলাম। কমপক্ষে দেড় কোটি টাকা লাগবে। এত টাকা একার পক্ষে জোগাড় করা কঠিন। ভাবছি সহপ্রযোজক হিসেবে কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানকে প্রস্তাব দেব। প্রয়োজনে স্পন্সর নেব। কোনো না কোনো উপায় তো বের হবেই।’

নায়ক- নায়িকা ও অন্যান্য কলাকুশলী নিয়ে বলেন,‘প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্তে পৌঁছেছি। গল্পে একজন মোড়ল আছে, সেটাতে আলমগীর ভাইয়ের বিকল্প নেই। কিশোর-কিশোরীর চরিত্রে এ সময়ের সাইমন-বাপ্পী আর মাহি-পরী হলে ভালো হয়। আরো দুটি চরিত্রে তারিক আনাম খান আর শহীদুল আলম সাচ্চু ভাই হলে বেশ জমত। সবার সঙ্গে কথা বলে দেখি, তাঁরা রাজি হন কি না!’

বর্তমানে সিনেমাটির প্রি- প্রডাকশনের কাজ চলছে। নতুন বছরের শুরুর দিকেই সিনেমাটির শুটিং শুরু হবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭