ওয়ার্ল্ড ইনসাইড

সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম ওয়ার্নার ভবনে বিস্ফোরক রয়েছে বলে একটি ফোন আসার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভবনটিতেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের কার্যালয়। বিস্ফোরক থাকার বিষয়ে ফোন আসার পর সেখানে কর্মরত সবাইকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা নাগাদ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনবিসি নিউজ। 

স্থানীয় আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, ফোনে হুমকি পাওয়ার পর টাইম ওয়ার্নার ভবনটিতে অনুসন্ধান চালানো হয়েছে। তবে সেখানে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। 

মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিশেষ একটি ফোনকলের পরই সিএনএন কার্যালয়ের জরুরী এলার্মগুলো বেজে ওঠে। এসময় চ্যানেলটিতে ডন লেমনের `সিএনএন টুনাইট’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছিল। 

এর আগে গত অক্টোবরেও সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেসময় কার্যালয়টিতে পার্সেলের মাধ্যমে বিস্ফোরক জাতীয় দ্রব্য পাঠানো হয়েছিল।  

 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭