ইনসাইড পলিটিক্স

প্রতীক বরাদ্দের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2018


Thumbnail

আওয়ামী লীগের দলীয় মনোনয়নে যারা লড়বেন, তাদের চিঠি দেয়া হচ্ছে। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো যে নির্বাচন করবে তার মধ্যে ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে ৫ টি আসন, জাসদ (ইনু) ৩টি, জাতীয় পার্টি (মঞ্জু) ২টি, বিকল্পধারা বাংলাদেশ ৩টি, জাসদ (আম্বিয়া) ১ টি এবং তরিকত ফেডারেশনকে ২ টি আসন দেওয়া হয়েছে।

এর মধ্যে, বিকল্প ধারা: লক্ষীপুর- ৪, মুন্সিগঞ্জ-১, মৌলভীবাজার -২

তরিকত ফেডারেশন: লক্ষীপুর-১ ও চট্টগ্রাম-২

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করছেন জোটের প্রার্থীরা।

মহাজোটের অন্য বড় শরীকদল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে আলাদা নির্বাচন করবে। তারা কতটা আসন পাচ্ছে সেটা জানা যাবে কিছুক্ষনের মধ্যেই।

এদিকে, দলীয় মনোনয়নও চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগের। এরমধ্যে কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম, শিরিন শারমিন চৌধুরী (রংপুর-৬), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), ড. মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), একে এম শাহজাহান কামাল (লক্ষীপুর -৩), শফিকুর রহমান (চাঁদপুর-৪), তানভির হাসান ছোট মনির (টাঙ্গাইল-২) আসনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/অারকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭