ইনসাইড পলিটিক্স

বিএনপিতে ‘প্রধানমন্ত্রী’ হবার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2018


Thumbnail

শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তারপরও বিএনপিতে শুরু হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব,নেতৃত্বের কোন্দল। প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতা। এবার নির্বাচনে জিয়া পরিবারের কেউ অংশগ্রহণ করছেন না। বেগম খালেদা জিয়া নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেও দণ্ড থাকায় তিনি নির্বাচনে অযোগ্য হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড এবং সাত বছরের কারাদণ্ড মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে আছেন তারেক জিয়া। নেতৃত্বের জন্যই বিএনপি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়।  জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। কিন্তু তিনি নির্বাচন করছেন না। কাজেই, জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হলে, ড. কামাল হোসেন যে প্রধানমন্ত্রী হচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিত। যেহেতু জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটে বিএনপিই প্রধান দল। কাজেই শেষ পর্যন্ত যদি এই দুই জোট নির্বাচনে জয়ী হয়, তাহলে বিএনপি থেকেই কেউ যে প্রধানমন্ত্রী হবেন তা নিশ্চিত। বিভিন্ন কূটনৈতিক বৈঠকে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টকে এই প্রশ্নটি করা হচ্ছে, যে নির্বাচন জিতলে কে প্রধানমন্ত্রী হবেন? বিএনপি খুব সচেতন ভাবেই এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। তারা এটাকে ভবিষ্যতের উপর ছেড়ে দিচ্ছেন। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বিএনপি নেতারা বলেছেন,নির্বাচনের পর সংসদ সদস্যরা মিলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বেগম খালেদা জিয়া গ্রেপ্তারের পর থেকে কার্যত বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিই দল পরিচালনা করছেন। কিন্তু ক্ষমতায় গেলে, মির্জা ফখরুলই সংসদীয় দলের নেতা বা প্রধানমন্ত্রী হবেন, এমন গ্যারান্টি নেই বিএনপিতে। বিএনপির একাধিক নেতা বলছেন, মির্জা ফখরুল মহাসচিব, দলের চেয়ারপার্সন নন। সূত্র মতে, নির্বাচন যতই এগিয়ে আসছে ততোই দলের সিনিয়র নেতারা তাদের প্রভাব বলয় বাড়ানোর চেষ্টা করছেন। তার পক্ষের বেশি জন যেন সংসদ সদস্য হন তা নিশ্চিত করার চেষ্টা করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা ড. খন্দকার মোশারফ হোসেন ইতিমধ্যেই তার ঘনিষ্ঠদের কাছে নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আকাঙ্খা কথা বলেছেন। বিএনপির মধ্যে তিনিই সবচেয়ে সিনিয়র নেতা যিনি নির্বাচন করছেন। ড. খন্দকার মোশারফ হোসেন বেগম জিয়ার ঘনিষ্ঠ হলেও তারেক জিয়ার সাথে তাঁর দূরত্ব রয়েছে। প্রধানমন্ত্রী হবার ইচ্ছা গোপন করেননি ব্যারিস্টার মওদুদ আহমেদও। তিনি দলে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। বেগম জিয়া তাকে পছন্দ না করলেও তারেক জিয়া তাকে পছন্দ করেন। দু-দফা লন্ডনে গিয়ে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মওদুদ। মির্জা ফখরুল দলে জনপ্রিয় না হলেও, দলের বাইরে জনপ্রিয়। গত দশ মাসে তিনিই বিএনপির মূল নেতা হিসেবে সামনে এসেছেন। তবে, বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবেন তা নির্ভর করবে বেগম জিয়া এবং তারেক জিয়ার ইচ্ছার উপর। কারণ নির্বাচন করুক না করুক, তাদের কথাই বিএনপিতে শেষ কথা।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭