ইনসাইড পলিটিক্স

আপিলের দৃষ্টি আজ খালেদার দিকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

নির্বাচন কমিশনে আজ আপিল শুনানির শেষদিনে হেভিওয়েট কয়েকজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তবে এর মধ্যে সবার দৃষ্টি থাকবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন বাতিলের আপিল শুনানির দিকেই। ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপির প্রার্থী বেগম খালেদার জিয়ার মনোনয়ন শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ।

দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে মনোনয়ন বাতিল হওয়া কারও প্রার্থিতা গত দুই দিনের শুনানিতে ফিরিয়ে দেওয়া হয়নি। অনুমান করা যাচ্ছে, খালেদা জিয়ার ক্ষেত্রেও একই রায় দেবে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কী বলে সেটিই এখন দেখার বিষয়।

বিএনপি নেতারাও খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এরপরও তাঁরা বলছেন, বেগম জিয়ার প্রার্থিতা ফিরে পেতে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন।

খালেদা জিয়া ছাড়াও আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এর মধ্যে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ব্যারিস্টার নাজমুল হুদা। এছাড়াও ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিষয়টিরও মীমাংসা হবে আজ।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭