ইনসাইড বাংলাদেশ

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

তৃতীয় দিনের মতো চলছে একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়ার প্রার্থীদের আপিলের শুনানি।  প্রাথমিকভাবে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসাররা।  এর মধ্যে আপিলকৃত ৫৪৩ জনের মধ্যে প্রথম দিনে ১৬০ জনের আপিলের শুনানি হয়।  দ্বিতীয় দিনে শুনানি হয় পরবর্তী ১৫০ জনের।  দুই দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ১৬৩ জন।  প্রার্থিতা বাতিল হয়েছে ১৩৮ জনের।

আজ তৃতীয় ও শেষদিনের মতো চলছে আপিলের শুনানি।  সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত আপিলের শুনানি চলবে।  

আপিলে যারা প্রার্থিতা ফিরে পেলেন যারা:

১. জামালপুর-৩ নাঈম জাহাঙ্গীর

২. নেত্রকোণা ১ আবদুল কাইয়ুম খান

৩. ময়মনসিংহ-১ এ একে এ এম লুৎফর রহমান

৪. ময়মনসিংহ-৬ চৌধুরী মোহাম্মদ ইসহাক

৫. ব্রাহ্মণবাড়িয়া-২: শাহ মফিজ

৬. ব্রাহ্মণবাড়িয়া-৪: মহিউদ্দিন মোল্লা

৭. চট্টগ্রাম-৯: মোরশেদ সিদ্দিকী

১০.চট্টগ্রাম-৮: এম মোর্শেদ খান

১১. চাদপুর-৪: জেড খান মোহাম্মদ রিয়াজউদ্দিন

১২. চট্টগ্রাম-৫: মোহাম্মদ নাসির উদ্দিন

১৩. ব্রাহ্মণবাড়িয়া-৩: সৈয়দ মাহমুদুল হক

১৪. খাগড়াছড়ি: নতুন কুমার চাকমা

১৫. বান্দরবান: মামাচিং

১৬. রাজশাহী-৫: মো.আবু বকর সিদ্দিকি

১৭. রাজশাহী-৬: মো.আবু সাইদ চাঁদ,

১৮. রাজশাহী-৬: মো.আবু সাইদ চাঁদ,

১৯. সিরাজগঞ্জ-৫: মো.আলী আলম।

২০. যশোর-৫: মো.ইবাদুল খালেসী

২১. কুষ্টিয়া-৪: মো.তছির উদ্দিন,

২২. ঝিনাইদহ-২: আবু তালেব সেলিম

২৩. যশোর-১: মো.সাজেদুর রহমান

২৪. যশোর-৪: লিটন মোল্লা

২৫. যশোর-৫: রবিউল ইসলাম

২৬. চুয়াডাঙ্গা-১: মোসা. মেরিনা আক্তার

২৭. টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন 

এখনো মনোনয়নপত্র বাতিলের আপিল শুনানি চলছে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭