ইনসাইড বাংলাদেশ

ঝুলে রইলেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

তৃতীয় দিনের মতো চলছে একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি। সকাল ১০টা থেকে ‍শুরু হওয়া আপিলে স্থগিত রাখা হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শুনানি।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন কাদের সিদ্দিকী। কিন্তু প্রাথমিকভাবে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসাররা।  এর মধ্যে আপিলকৃত ৫৩৪ জনের মধ্যে প্রথম দিনে ১৬০ জনের আপিলের শুনানি হয়।  দ্বিতীয় দিনে শুনানি হয় পরবর্তী ১৫০ জনের।  দুই দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ১৬৩ জন।  প্রার্থিতা বাতিল হয়েছে ১৩৮ জনের। বাছাইয়ের সময় ঋণ খেলাপীর দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

আপিলের শুনানিতে ব্যাংক থেকে ইস্যু করা ডকুমেন্ট ও কাদের সিদ্দিকীর কথায় গড়মিল থাকায় শুনানি স্থগিত রাখা হয়।  আজ বিকেল ৫টার পর আবারও তার প্রার্থিতা ফিরে পাওয়ার ব্যাপারে শুনানি হবে।

বাংলা ইনসাইডার/এমআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭