ইনসাইড বাংলাদেশ

তিন আসনেই বেগম জিয়ার আপিলের শুনানির সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে বিএনপি।  খালেদার বাতিল হওয়া তিন আসনের আপিলের শুনানির সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।

দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত থাকায় তিন আসনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।  তিনি বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দেন।

আজ দুপুর সাড়ে বারোটার দিকে তার আপিলের শুনানি শুরু হয়। প্রায় আধা ঘণ্টার শুনানি শেষে তার আপিলের সিদ্ধান্ত স্থগিত করে ইসি।  আজ বিকেল ৫টার পর সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বুধবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১২.৪০ এর দিকে চেয়ারপারসনের তিনজন আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নওশাদ জমির ও ব্যারিস্টার কায়সার কামাল বগুড়া ৭ ও ৬ এবং ফেনী-১ আসনে  খালেদা জিয়ার প্রার্থিতা বহালে আপিল করেছেন। ব্যারিস্টার নওশাদ জমির বগুড়া-৬, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বগুড়া-৭ ও ব্যারিস্টার কায়সার কামাল ফেনী-১ আসনের জন্য ইসিতে আপিল করেন। 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭