ইনসাইড গ্রাউন্ড

ছোট ফরম্যাটে ক্যারিবিয়ানরা শক্তিশালী: মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

ম্যাচের ফরম্যাট যতো ছোট হতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল আরও বেশি শক্তিশালী হয়। ছোট ফরম্যাটেই ক্যারিবীয়রা বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলেন।

মাশরাফি জানান, একটি সিরিজের আগে প্রতিটি দলের নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে। আমাদেরও সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তবে লংগার ভার্সনের মতো সবকিছুই সহজ হবে না। ছোট ফরম্যাট বলেই উইন্ডিজ চ্যালেঞ্জিং বেশি। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। মাশরাফি জানান, ওয়েস্ট ইন্ডিজের এক থেকে দুই জনই ম্যাচের ফল গড়ে দেয়ার ক্ষমতা রাখে।

মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, মিরপুরের উইকেট বিশ্বকাপের জন্য আদর্শ উইকেট নয়। চট্টগ্রাম বা সিলেট হলে কিছুটা মিল থাকতো। তাই এখানে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার মতো উইকেট নেই। তিনি জানান, উইকেটের আচরণের উপর ম্যাচের ফল নির্ভর করবে। তবে প্রস্তুতি ম্যাচের মতো রান একাহ্নে হবে না। বোলারদের উপর প্রেশার থাকবে। এই সিরিজে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। এছাড়াও দিবা-রাত্রির ম্যাচে শিশির অনেক গুরুত্ব বহন করে।

সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রতিপক্ষকে একবারও অলআউট করতে পারে নি বাংলাদেশের বোলাররা। এবার ক্যারিবীয়দের বিপক্ষে বোলিং অ্যাটাক কেমন হবে এমন প্রশ্নে টাইগার অধিনায়ক জানান, জিম্বাবুয়েকে কোন ম্যাচে অলআউট করা হয় নি, তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রতিটি ম্যাচই জিতেছি। এছাড়াও সেই সিরিজে এশিয়া কাপের সবচেয়ে সফল বোলার রুবেল খেলে নি। এবার রুবেলও ফিরে এসেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সাফল্যের পর ওয়ানডেতে দল এগিয়ে থেকেই সিরিজ শুরু করবে কিনা জানতে চাইলে মাশরাফি জানান, ওয়ানডে ও টেস্ট তো এক না। তবে টেস্টে যারা ভালো করেছে তাদের উচিৎ সেই ধারাবাহিকতা রঙিন পোশাকেও অব্যাহত রাখা।

বাংলাদেশ দলের টপ অর্ডারে কারা থাকছে এমন প্রশ্নে অধিনায়ক জানান, এটা একটা দলের জন্য ভালো লক্ষণ। কিছু ভালো দিক অনেকের জন্য মঙ্গল নাও হতে পারে। তবে যেহেতু সবাই রানের মধ্যে আছে তাই এটা নিয়ে এখনও সিদ্ধান্ত চলছে। ইমরুল ও সৌম্যের  নিচের দিকে খেলার অভিজ্ঞতা আছে। ইমরুল এশিয়া কাপে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিল। সৌম্যও ফাইনালে ভালো করেছিল। তাই অনেক কিছুই হতে পারে।

পেস অ্যাটাক নিয়ে মাশরাফি জানান, রুবেল ফিরে আসবে স্বাভাবিকভাবেই। এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে সে। সাইফউদ্দিনও সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে। নিশ্চিত করে বলা যায় আমরা ৩ পেসার নিয়ে খেলবো।

আগামীকাল দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দু’দল।

বাংলা ইনসাইডার/এজেএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭