কালার ইনসাইড

জামাতের জন্য মনোনয়ন পেলেন না মনির খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গানের জগতে ভালবাসার কমতি নেই। রাজনীতির মাঠেও মানুষের ভালোবাসা পেতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করতে চেয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

তবে শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মনির খান। তিনি নামকাওয়াস্তে নয়, মাঠে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিএনপি তার মান রাখলো না।

তবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে এ আসনটি ছেড়ে দেয়ায় তিনি বাদ পড়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন মতিয়ার রহমান, যিনি ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি।

বিগত পাঁচটি নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার তার ব্যতিক্রম হল।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭