ইনসাইড গ্রাউন্ড

যে কারণে টস গড়ে দিবে ম্যাচের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2018


Thumbnail

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। দুপুর ১ টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। দিবা-রাত্রির ম্যাচে চলতে পারে `শিশির` অধিপত্য। তাই এ ম্যাচে টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও শিশির নিয়ে আলাদা ভাবে ভাবলেন।

মাশরাফি জানান, শিশির কতটা কি পড়ছে তার ওপর সিদ্ধান্ত নিতে হবে। পরে ব্যাট করলে কামনা করতে হবে যেন একটু `ডিউ’ পড়ে। এই সময়ে ঝুঁকিটা থাকেই। হয়তোবা আপনাকে আন্দাজের উপরই নির্ভর করতে হবে `ডিউ’ কতটুকু। টাইগার অধিনায়ক জানান, শুরুতে ব্যাট করলে কত রান হবে তা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি তার ওপর। তবে এই উইকেটে ২৬০ রান সাধারণত নিরাপদ ধরা হয়। শিশির পড়লে আরও ২০-২৫ রান বেশি। শিশির না থাকলে হয়তো ২৮০-৫০ করেও দেখা যাবে ম্যাচ জিতছি।

ডিসেম্বরে দিবা-রাত্রির ম্যাচে শিশির পড়বেই,তাই আগামীকালের  ম্যাচে যে দল টসে জিতবে তারাই আগে ব্যাট করবে এটা নিশ্চিত ভাবেই ধরা যায়। বাংলাদেশ দল আগামী ম্যাচে তিন জন পেসার নিয়ে খেলবে। ইনজুরি কাটিয়ে দলে যুক্ত হয়েছেন ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না পারা রুবেল হোসেনও আছেন স্কোয়াডে।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭