ওয়ার্ল্ড ইনসাইড

আসামে পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2018


Thumbnail

ভারতের আসাম রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ রোববার সকাল থেকে এই ভোট গ্রহণ শুরু হয়।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে আসামে ৩৫ হাজার ৫৬ জন প্রার্থী জয় পেতে লড়ছেন। রাজ্যটির ৬৪ লাখ ভোটার এই প্রার্থীদের ভাগ্য নির্ধারন করবেন। আগামী ১২ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আসাম বিজেপির একজন নেতা জানিয়েছেন, এবার রাজ্যটিতে বিজেপির প্রার্থীদের মধ্যে ৮ হাজার ৭০০ জনই মুসলিম। এদের মধ্যে প্রায় ৫ হাজার জনের জয় নিশ্চিত বলেই দাবি করছে দলটি।

আসামে এমন একটি সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যখন জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে রাজ্যজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সেখানকার নাগরিক পঞ্জী বা নাগরিক তালিকার খসড়ায় ২ কোটি ৮৯ লাখ মানুষ স্থান পেয়েছেন। তবে এই তালিকায় কোনো বাঙালি নেই। অতীতে বিভিন্ন সময় যারা নিজ এলাকা ছেড়ে আসামে স্থায়ী হয়েছেন তারা এই নাগরিক পঞ্জী নিয়ে আতঙ্কে রয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭