ইনসাইড পলিটিক্স

খালেদার ভাগ্য নিয়ে ড. কামালের চেম্বারে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2018


Thumbnail

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বিষয়ে নির্বাচন কমিশনে করা আপিল গতকাল শনিবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল হয়। বেগম জিয়ার মনোনয়ন বাতিলের পর বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা আদালতে রিট করা হবে জানান। গতকাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মাহবুবউদ্দিন খোকনসহ বেগম জিয়ার আইনজীবীরা আজ আদালতে যাবেন এবং মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন। তবে আজ দুপুর পর্যন্ত ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকেই মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতে রিট করেন, কিন্তু বেগম জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতে কোনো রিট হয়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতেই তারেক জিয়া নির্দেশ দিয়েছেন ড. কামাল হোসেনের সঙ্গে পরামর্শ করে বেগম জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতে আপিল করতে। সেই মোতাবেক আজ রোববার ড. কামাল হোসেনের চেম্বারে গিয়েছেন বিএনপির আইনজীবীরা।

সর্বশেষ খবরে জানা গেছে, ড. কামালের মতিঝিল চেম্বারে বেগম জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিট করা নিয়ে তাঁর আইনজীবীদের পরামর্শ চলছে। 

বিএনপির একাধিক নেতা বলছেন, ড. কামাল হোসেনের সঙ্গে পরামর্শের পর আগামীকাল সোমবার খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আদালতে রিট করা হবে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭