ইনসাইড পলিটিক্স

নড়বড়ে মহাজোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2018


Thumbnail

ঢাকা-১ এবং ঢাকা-১৭ আসনে মাহাজোটের সঙ্গে থাকল না জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে দিয়ে আরও নড়বড়ে হয়ে গেল মহাজোটের ঐক্য।

আজ জাতীয় পার্টি ঘোষণা করেছে, ঢাকা-১ এবং ঢাকা-১৭ এই দুটি আসনে তারা দলগত ভাবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে। ঢাকা-১ আসনে অ্যাডভোকেট সালমা ইসলাম জাতীয় পার্টির প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সালমান এফ রহমানকে।

আর ঢাকা-১৭ আসনে জাপার চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নিজেই প্রার্থী হতে চেয়েছিলেন। সেখানেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুককে।

জানা গেছে, জাতীয় পার্টির আসন বন্টন সমঝোতা হয়েছে আজ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন বন্টনে দরকষাকষিতে জাতীয় পার্টি পেয়েছে ২৯টি আসন। বাকি ১৩১ টি আসন জাপা প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭